আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় বাংলাদেশ সেনা বাহিনীর মেজর মারুফ, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, হাজী আবু দাউদ ঢালী, মাওঃ আবু বক্কর সিদ্দিক, এম এম হোসেনুজ্জামান, মাহবুবুল হক ডাবলু, দিপংকর বাছাড় দিপসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অবস্থা সম্পর্কে ও উন্নয়ন মূলক কাজ সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।