২০২৫ সালে ব্রাজিলের ম্যাচগুলোর প্রতিপক্ষ ও সূচি
স্পোর্টস ডেস্ক:
কাতার বিশ্বকাপের পর থেকে বর্তমানে বেশ কঠিন সময় পার করছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিতে করছে সংগ্রাম। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দলটি টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে। আসন্ন বছর ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাদের প্রতিটি ম্যাচই বিশ্বকাপের পথে এক একটি ধাপ।
এ পর্যন্ত ১২টি ম্যাচ খেলে সেলেসাওরা ৫টি জয়, ৪টি হার এবং ৩টি ড্র নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। কনমেবল অঞ্চল থেকে ৬টি দল সরাসরি বিশ্বকাপ খেলবে। বর্তমান অবস্থান ধরে রাখতে এবং বিশ্বকাপে জায়গা নিশ্চিতে ব্রাজিলকে আসন্ন ম্যাচগুলোতে ভালো পারফর্ম করতে হবে।
কলম্বিয়া, আর্জেন্টিনা, চিলি ও বলিভিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচগুলো দলটির ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে। প্রস্তুতি ম্যাচগুলোতেও নিজেদের শক্তি যাচাইয়ের সুযোগ থাকবে।
ফুটবল ইতিহাস সমৃদ্ধ হলেও ব্রাজিলের বর্তমান পরিস্থিতি চ্যালেঞ্জিং। তাই ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোদের মতো খেলোয়াড়দের সর্বোচ্চ পারফরম্যান্স দেখাতে হবে। ব্রাজিল সমর্থকরা আশা করছে, দলটি তাদের হারানো গৌরব পুনরুদ্ধার করে ২০২৬ সালের বিশ্বকাপে আবারও দুর্দান্ত কিছু করবে।
২০২৫ সালে ব্রাজিলের ম্যাচের সূচি:
২১ মার্চ: ব্রাজিল-কলম্বিয়া (বিশ্বকাপ বাছাইপর্ব)
২৬ মার্চ: ব্রাজিল-আর্জেন্টিনা (বিশ্বকাপ বাছাইপর্ব)
৫ জুন: ব্রাজিল-ইকুয়েডর (বিশ্বকাপ বাছাইপর্ব)
১০ জুন: ব্রাজিল-প্যারাগুয়ে (বিশ্বকাপ বাছাইপর্ব)
১০ সেপ্টেম্বর: ব্রাজিল-চিলি (বিশ্বকাপ বাছাইপর্ব)
১৫ সেপ্টেম্বর: ব্রাজিল বলিভিয়া (বিশ্বকাপ বাছাইপর্ব)