সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত ২ পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ০২ জন পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। রবিবার (২৯ ডিসেম্বর) পুলিশ সুপারের কার্যালয় সাতক্ষীরাতে এএসআই(সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র) পদে ০২ জন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদেরকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান করা হয়।
পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত ০২ জন পুলিশ সদস্যকে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে স্বাগতম ও অভিনন্দন জানান এবং পুলিশ সদস্যদেরকে বাংলাদেশ পুলিশের সততা, নিষ্ঠা, ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)।
Please follow and like us: