সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক উপর হামলা,তালা থানায় জিডি
জহর হাসান সাগর:
পত্রিকায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক যশোর পত্রিকার প্রতিনিধি আব্দুল মজিদ শেখকে গালিগালাজ,মারপিট ও দৈনিক রুপান্তর প্রতিদিনের প্রতিনিধি আরিফ বিল্লাহকে গালিগালাজ ও হেনেস্তা করার অভিযোগ উঠেছে, চন্ডিপুর গ্রামের জাহিদুল ইসলামের বিরুদ্ধে। সে চন্ডিপুর গ্রামের মৃত জিল্লু রহমান খানের ছেলে। এ ঘটনায় তালা থানায় সাধারণ ডাইরী করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
জানাযায়, গত ২৬ শে ডিসেম্বর যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর পত্রিকায় তৃতীয় পাতায় ডবল কলামে ও ২৫ শে ডিসেম্বর দৈনিক রুপান্তর প্রতিদিন পত্রিকায় শেষ পাতার ডবল কলামে “ডুমুরিয়া চন্ডিপুর ঘোষ পাড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীর মাষ্টার মাইন্ড সুবীর ঘোষ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশিত হওয়ার পর ২৬ শে ডিসেম্বর রাত্র আনুমানিক ৮ টার দিকে তালার জেয়ালা গ্রামস্থ শেখেরহাট বাজারে জনৈক আলামিনের দোকানের সামনে জাহিদুল ইসলাম সাংবাদিক আব্দুল মজিদ শেখকে দেখা মাত্র হুমকি দিয়ে বলে, দুধ ব্যবসায়ী সুবীর ঘোষের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার সাহস তোকে কে দিয়েছে ? প্রশ্ন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে জাহিদুল। এসময় সাংবাদিক মজিদ প্রতিবাদ করলে জাহিদুল সাংবাদিকের জামার কলার ধরে মুখে চর-থাপ্পড় মারে এবং তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে কিছুটা দুরে থাকা দৈনিক রুপান্তর প্রতিদিন পত্রিকার সাংবাদিক আরিফ বিল্লাহকে দেখে তাকে মারতে উদ্যত হয়ে জামার কলার ধরে গালিগালাজ করে ঘটনাস্থল থেকে প্রস্থান করে। এঘটনা ভুক্তভোগী সাংবাদিক আব্দুল মজিদ শেখ তালা থানায় সাধারণ ডাইরী করেছেন। তালা থানার সাধারন ডাইরী নং -১১১৯,তারিখঃ২৭/১২/২০২৪।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান, সাধারণ ডাইরীটি বিজ্ঞ আদলতে তদন্তের অনুমতির জন্য প্রেরণ করা হয়েছে। অনুমতি আদেশ পাওয়া মাত্র আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।