নাট্য ও চারুশিল্পী নজরুল ইসলামের মৃত্যুতে শোক
প্রেস বিজ্ঞপ্তি :
এক সময়ে গুড়পুকুরের মেলায় যার সৃষ্টিশীল কাজ দেখার জন্য মেলায় ভীড় জমাতো, হাতের নিপুন কারুকাজ মেলাকে সমৃদ্ধ করতো লক্ষ টাকার খাট তৈরি করে সাতক্ষীরা তথা দেশের সীমানা ছড়িয়ে বিদেশেও সমাদৃত ছিলো। সেই কারুশিল্পী নজরুল ইসলাম ভাস্কর গতকাল রাতে স্টোক করে মৃত্যু বরণ করেছেন। (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। এ কাজের পাশাপাশি তিনি এক চলচিত্র, নাট্য ও যাত্রা অভিনেতা, তার অভিনীত চলচিত্র উল্টোরথ, ছাড়া তিনি খুজে ফিরি, গরিব নিয়ে খেলা, বন্ধন, নাটকে অভিনয় করেছেন। নির্মান করেছেন নাটক শশী পন্ডিতের নাট্যশালা, মনের মাধুরী প্রমুখ।
তিনি ব্যক্তিগত জীবনে এক স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে গভীরভাবে শোক ও রুহের মাগফিরাত কামনা করেছেন বিশিষ্ট টিভিনাট্য পরিচালক মো: মুছা করিম, বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের সভাপতি কৃষিবিদ জিয়াউল হক, মোস্তাক আহমেদ, সিনিয়র সহ-সভাপতি ও শিক্ষাবিদ ফরিদ উদ্দীন মাসউদ, অনুজিৎ মন্ডল, সাংবাদিক শেখ মনিরুল ইসলাম, কৌতুক অভিনেতা ইব্রাহিম হোসেন, সম্পাদক ও ব্যবসায়ী অতুল কুমার ঘোষ, সাংবাদিক আসিফুল আলম, অভিনেতা নুরুল হুদা ফুল, কণ্ঠশিল্পী ছন্দা মন্ডল, কৃষিবিদ ইয়াছির আরাফাত, এম আলমগীর আলম, কবি মৃন্ময় মনির, রুহুল আমিন ময়না, খুকুমনি, বেল্লাল হোসেন, আরিফুজ্জামান আপন, কর্ণ বিশ্বাস, ইকবাল হোসেন, দেবমাল্য প্রমুখ। এছাড়া মেলোডি শিল্পী গোষ্ঠীর সভাপতি শেখ বোরহান উদ্দীন ডাবলু, শিল্পী এস এম জাহিদ হাসান, এইচ এম টিপু সুলতান, হযরত আলী, শফিকুর রহমান, ওয়াদুদ শাহী। নজরুল ইসলাম ভাস্কর শিল্পকলা একাডেমী ও বন্ধন টেলিমিডিয়া সম্মাননা প্রাপ্ত হন। উল্লেখ্য রোববার দুপুর ২টায় তার বাড়ির সামনে নামাজে জানাজা শেষে কামালনগর কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।