বিডিএমএ এর জেলা সম্মেলন ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

আশাশূনি প্রতিনিধি ঃ বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ) এর সাতক্ষীরা জেলা সম্মেলন ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে এ সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা বি ডি এম এ এর সভাপতি ডাঃ মোঃ সাহিনুর আলম সাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রওশন আরা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি পরিচালক মোঃ সাইদুর রহমান, সহকারী পরিচালক সিসি ও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা: প্রবীর কুমার মুখার্জি, জেলা বি ডি এম এর প্রধান উপদেষ্টা ডাঃ এ কে এম মশিউর রহমান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সুপার জিল্লুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিডিএম এএর সাধারণ সম্পাদক ডা: মোজাম্মেল হোসেন ও উপদেষ্টা ডাঃ তপন কুমার। অনুষ্ঠানে নবাগত জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রওশনারা জামানকে সাতক্ষীরা জেলা বিডিএম-এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তিনি বলেন, সারাদেশে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ না থাকায় ইউনিয়ন পর্যায়ে অনেক পথ শূন্য হয়ে যাচ্ছে, বিধায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা ব্যাহত হচ্ছে। এজন্য দ্রুততার সঙ্গে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ হলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা আরো উন্নত হবে। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার সকল ডিপ্লোমা চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)