ডুমুরিয়া প্রেসক্লাবে ইউপি চেয়ারম্যান দিদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ডুমুরিয়া প্রতিনিধি:ডুমুরিয়ার খর্নিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি সভাপতি শেখ দিদারুল ইসলাম দিদারের বিরুদ্ধে মৎস্য আড়তের ঘর দখলের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান নিজে , তার ভাই বিএনপি নেতা শাহিনুর রহমান এবং রেজোয়ান মোল্লাসহ কয়েকজন মিলে গত বৃহস্পতিবার খর্নিয়া মৎস্য আড়তের ৪ নম্বর ঘরে জোর করে দখল করেছেন। ডুমুরিয়া প্রেসক্লাবে শনিবার(২৮ ডিসেম্বর) সকালে আড়ৎ মালিক পঞ্জানন কুন্ডু সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিতি বক্তব্যে উল্লেখ করেন, তার মালিকানাধীন ১৪ টি ঘর নিয়ে খর্নিয়া মৎস্য আড়ৎ। গত বৃহস্পতিবার চেয়ারম্যানসহ কয়েকজন এসে বলে ৪ নম্বর ঘরসহ কমপক্ষে ৪ টি ঘর তাকে দিতে হবে। আর ৪ নম্বও ঘরে তালা মেরে চলে যায়। এসময়ে আমাকে নানা ভাষায় গালিগালাজ করে। তিনি বলেন, চেয়ারম্যান এবং তার অনুসারীরা সুকৌশলে আমার আড়ৎটি দখল করার জন্য নানা প্রকার কৌশল অবলম্বন করছেন। তিনি অবিলম্বে ঘরটির দভলমুক্ত চায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জামির হোসেন জোয়াদ্দার, মিঠুন কুন্ডু, মোঃ শাহিন গাজী, আশরাফ হোসেন গাজী, লিটন সরদার ।
Please follow and like us: