পাটকেলঘাটাকে আবারও বন্দর নগরী হিসাবে গড়ে তোলা হবে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

জহর হাসান সাগর:সাতক্ষীরা জেলার ঐতিহাসিক বানিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটাকে বিএনপির ক্ষমতায় আসলে আবারও বন্দর নগরী হিসাবে গড়ে তোলা হবে। মাহফিলে এমন কথা বলেন।২৬ ডিসেম্বর বৃহস্পতিবার পাটকেলঘাটার ভারসা ফুরকানিয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার ১১তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালা কলারোয়ার সাবেক সংসদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব তার বক্তব্যে পাটকেলঘাটার উন্নয়নে দিক নির্দেশনা মুলক বক্তব্য তুলে ধরেন। এ সময় তিনি হাজার হাজার জনতার সামনে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার অন্যতম প্রাণকেন্দ্র পাটকেলঘাটা। আমি নির্বাচিত হওয়ার পর যে উন্নয়ন হয়েছিলতার পরে আর কোন উন্নয়ন এ এলাকার মানুষের ভাগ্রে জোটেনি। পাটকেলঘাটাকে পূর্ণাঙ্গ একটি বানিজ্যিক ও বন্দর নগরী গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাটকেলঘাটাকে থানা শহরে রুপ দেওয়া হয়েছিল। উপজেলা বাস্তবায়নের জন্য প্রস্তাবনা রাখা হয়েছিল তা বাস্তবে রুপ না পাওয়ায় দুঃখ প্রকাশ করে বলেন, আগামীতে নির্বাচিত হয়ে আমার প্রথম কাজ হবে পাটকেলঘাটাকে উপজেলা করা ও কপোতাক্ষের নদের নাব্যতা দুর করে আবারও তার যৌবন ফিরিয়ে পাটকেলঘাটাকে পূর্ণাঙ্গ বন্দর নগরী হিসাবে গড়ে তুলতে সর্বোচ্ছ অবদান রাখা হবে।তিনি বলেন, এ এলাকার সকল রাস্তা ঘাট,মসজিদ,মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে যুগোপযোগী করতে চ্যালেঞ্জ গ্রহন করব। আগামীতে আর ডামী ভোট হবে না। দিনের ভোট রাতে করার সুযোগ নেই।তাই আগামী জাতীয় নীর্বাচনে আপনার আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। তাই যাকে ভাল মনে করেন। দীর্ঘ আলোচনায় বিগত স্বৈরাচার হাসিনা সরকারের মিথ্যা মামলায় আমাকে সহ হাজার হাজার আলেমকে জেলে বন্ধী রাখা হয়েছিল। তারা আজ কোথায়? তারেক রহমানের নেতৃেত্ব একটি স্বাধীন সার্বভোম রাষ্ট্র গড়ে তুলতে জণগনের পত্যাশা পূরণ করব।আমাদের আগামী প্রজন্মকে আমরা সম্পাদ হিসাবে গড়ে তুলতে চাইলেও ভারতীয়রা মাদক দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করতে না সে জন্য সচেতন থাকবেন। আমার দলের কোন নেতা কর্মীরা যদি দখল বাজী,চান্দা বাজী,ধান্দাবাজী বা প্রতারণা করে তা শক্ত হাতে প্রতিরোধ করবেন।কোন নেতা কর্মীর অপরাধের দায় আমি হাবিব নেব না। পরিশেষে মাদ্রাসাটির সার্বিক উন্নায়নে সর্বোচ্চ অগ্রঅধিকার দেওয়া হবে। এ ওয়াজ মাহফিলে মাদ্রাসার সভাপতি, ঢাকাস্থ পাটকেলঘাটা (প্রস্তাবিত) উপজেলা সমিতির সহ সভাপতি মোঃ হুমায়ূন কবিরের সভাপতিত্বে উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআন থেকে আলোচনা পেশ করেন হাফেজ মাওলানা হাফিজুর রহমান আজাদী, ২য় বক্তা হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা মুজিবর রহমান আনছারী, বিশেষ বক্তা হিসেবে কোরাআন থেকে আলোচনা করেন মুফতি মনিরুল হক সাহেব। এ ছাড়াও ওয়াজ মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ মাইন উদ্দীন অফিসার ইনচার্জ পাটকেলঘাটা থানা,মোঃ খালিদ আহমেদ যুগ্ন আহবায়ক তালা উপজেলা যুবদল,মোঃ ফজলুর রহমান ডিআইজি এস্টোনা খুলনা,মোঃ মুজিবর রহমান ব্যবসায়ী ও সমাজ সেবক পাটকেলঘাটা, মোঃ রাশেদুল হক রাজু সভাপতি সরুলিয়া ইউনিয়ন বিএনপি,মোঃ সাইফুল ইসলাম ৯নং ওয়ার্ড ভারসা ইউপি সদস্য। প্রধান অতিথি হাবিবের সফর সঙ্গী হিসেবে ছিলেন,তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়,সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন,তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, তালা উপজেলা স্বেচ্ছাসেবক সভাপতি রফিকুল ইসলাম দাদু ভাই,জেলা কৃষকদল নেতা আলী হোসেন,ডাঃ মামুনুর রহমান, শ্রমিক দলের সামরুল ইসলাম মিলন,সাবেক ছাত্র নেতা খলিষখালি ইউপি যুবদলের সভাপতি মেহেদী হাসান, ঢাকাস্থ তালা উপজেলা সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন। বিএনপি নেতা মেহেদী হাসান সাগর, শাহীনুর রহমান, আবুল কাশেম, মোস্তফা মোড়ল, শফিকুর রহমান,যুবদল নেতা হাইদার সরদার, মুক্তার হোসেনসহ ঢাকাস্থ তালা ও পাটকেলঘাটা সমিতির সকল নেতৃবৃন্দ।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)