সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ ১৭ লক্ষটাকার ভারতীয় মালামাল জব্দ
নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ প্রায় সতেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে জেলার ভোমরা, বৈকারী, কুশখালী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা হিজলদী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।তবে এসময় কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছে বিজিবি।বৃহস্পতিবার দুপুরে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা -৩৩ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।
তিনি জানান গোপন সংবাদে ভিত্তিতে হিজলদি থেকে ৯বোতল ফেনসিডিল, বড়ালী থেকে ৬২বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।এছাড়া ভোমরার লক্ষীদাড়ি থেকে ৩০হাজার টাকা শাড়ি,বৈকারী থেকে ৩৫হাজার টাকার ভারতীয় ঔষধ, কুশখালী থেকে ১লক্ষ ৪০হাজার টাকার ভারতীয় ঔষধ, ভাদিয়ালি থেকে ১২লক্ষ ৪০হাজার টাকার ভারতীয় শাড়ি ও বিড়ি এবং কলারোয়া গোয়ালচত্তর থেকে ১ লক্ষ ৯৭হাজার ৬৫০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ইমিটেশন উদ্ধার করা হয়।তিনি আরো জানান, উদ্ধারকৃত মালামালের মূল্য ১৬ লক্ষ ৮১ হাজার ৪৫০টাকা। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়াও মাদকদ্রব্যগুলি সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে ষ্টোরে জনসম্মুখে ধ্বংসের জন্য জমা দেওয়া হয়েছে।