তালায় সাংবাদিক হামলার ঘটনার ৭২ ঘন্টা অতিবাহিত,আটক হয়নি আসামী
ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলায় দুই সাংবাদিক উপর হামলার ঘটনার ৭২ ঘন্টা অতিবাহিত হলেও আটক হয়নি আসামী। গত বৃহস্পতিবার(১৯ডিসেম্বর) উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দ্বিতীয় তলায় সালিশি বৈঠকের তথ্য সংগ্রহ কালে ঘটনাটি ঘটে। আহত সাংবাদিকরা হলেন,জাতীয় দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আক্তারুল ইসলাম ও স্থানীয় দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার তালা প্রতিনিধি আতাউর রহমান। এ ঘটনায় আহত দুই সাংবাদিক তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা যায়,উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তথ্য সংগ্রহের সময় অতর্কিত ভাবে হামলা চালায় রমজান সরদার(৩৭)। সে একই ইউনিয়নের ঢ্যামসাখোলা গ্রামের মোজাম সরদারের ছেলে। এসময় তিন জন সাংবাদিক আতাউর রহমান,আলমগীর হোসেন,আক্তারুল ইসলাম উপস্থিত ছিলেন। এদের মাঝে আক্তারুল ইসলামের মাথায় লোহার রড,প্লাস দিয়ে আঘাত করে। সেই সময় আতাউর রহমান ও আলমগীর হোসেন নিবৃত্ত করার চেষ্টা করায় আতাউর রহমানও আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় আক্তারুর ইসলাম ও আতাউর রহমানকে তালা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার দিন রাত ১০টার দিকে আহত আক্তারুল ইসলামের স্ত্রী আঁখি আক্তার বাদী হয়ে রমজান সরদার সহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামী করে তালা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৮। কিন্তু মামলার ৭২ ঘন্টা অতিবাহিত হলেও আটক হয়নি আসামী।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: আমিরুজ্জামান মোল্যা বলেন,তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমানের দিক নির্দেশনায় আসামীকে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে। তবে আসামী দ্রুত অবস্থান পরিবর্তন করায় আমাদের বিলম্ব হচ্ছে। অবিলম্বে তাকে আটক করে আদালতে পাঠানো হবে বলেন তিনি।