সাতক্ষীরায় মাস্টার্স ক্রিকেট ম্যাচে সবুজ দলের জয়
নিজস্ব প্রতিনিধি:
শুক্রবার (২০ ডিসেম্বর) সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে আয়োজন করা হয় এক উত্তেজনাপূর্ণ মাস্টার্স ক্রিকেট ম্যাচ। আশি ও নব্বই দশকের জেলা দলের ক্রিকেট খেলোয়াড়দের অংশগ্রহণে লাল ও সবুজ দলের মধ্যকার এই ম্যাচটি সকাল ১০টা থেকে শুরু হয়।
প্রথমে ব্যাট করতে নেমে লাল দল ২৫ ওভারে ১৫৭ রান সংগ্রহ করে। দলের খেলোয়াড়রা শুরুতে কিছুটা চাপে থাকলেও শেষদিকে তাদের ব্যাটসম্যানরা কিছু দৃষ্টিনন্দন শট খেলে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন।
জবাবে ব্যাট করতে নেমে সবুজ দল শুরুর দিকে কিছুটা ধীরগতির হলেও দ্রুত ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত ৩ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে বিজয় অর্জন করে। বিজয়ী দলের ইদ্রিস বাবু ছিলেন দুর্দান্ত। তিনি অপরাজিত ৬০ রান সংগ্রহ করে দলকে জয়ী করেন এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
মাঠে দর্শকদের উৎসাহ, খেলোয়াড়দের স্পোর্টসম্যানশিপ এবং খেলায় প্রত্যেকের নিবেদন সত্যিই প্রশংসার দাবি রাখে। এমন মাস্টার্স ম্যাচগুলো আগের দিনের স্মৃতি ফিরিয়ে আনার পাশাপাশি নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছে।