‘অপমানিত’ হয়েই অবসরে অশ্বিন
স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে রবিচন্দ্রন অশ্বিনের অবসর প্রসঙ্গে এসেছে বিস্ফোরক মন্তব্য। ভারতীয় স্পিন অলরাউন্ডারের বাবা রবিচন্দ্রনের দাবি অপমানিত হয়েই নাকি তার ছেলে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে একটি মাত্র টেস্ট খেলেছেন অশ্বিন। অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে ৫৩ রানে নিয়েছেন একটি উইকেট। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাইয়ের সিরিজে অশ্বিন নিয়েছেন ৯ উইকেট।
অশ্বিনের বাবা বলেন, ‘ওর (অবসরের) ঘোষণার ঠিক আগেই আমরা এটা জানতে পারি। অবসর নেয়ার সম্পূর্ণ সিদ্ধান্ত অশ্বিনের। কিন্তু আমার মনে হয়েছে, হঠাৎ করে এই সিদ্ধান্ত নেয়ার নেপথ্যে অনেক কারণ আছে। হতে পারে অপমানিত হয়েই ও এই সিদ্ধান্ত নিয়েছে।’
ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট সংগ্রাহক হিসেবে অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। ১০৬ টেস্টে নিয়েছেন ৫৩৭ উইকেট। তার আগে রয়েছেন অনিল কুম্বলে। ১৩২ টেস্টে কুম্বলের শিকার ৬১৯ টেস্ট।
অশ্বিনের বাবার অভিযোগ, তিনি দলে খুব একটা সুযোগ পাচ্ছিলেন না। নিয়মিত পারফর্ম করার পরও দলে জায়গা পাওয়াটা ছিল কঠিন। তাই তিনি অপমানিত বোধ করেছেন। এছাড়া দলে অনিশ্চয়তার জায়গা থেকেই এমন সিদ্ধান্ত নেয়া হতে পারে।
‘১৪-১৫ বছর ধরে অশ্বিন খেলছে। হঠাৎ করে ওর অবসরের সিদ্ধান্তে আমরা তো অবাক হবোই। সকলেই আবেগপ্রবণ হয়ে পড়েছিল। সেইসাথে আমাদের মনে হয়েছে, নিশ্চয়ই অনেক ভেবে অশ্বিন এই সিদ্ধান্ত নিয়েছে। কতদিন আর এই অপমান সহ্য করা যায়?’
যদিও বাবার চাঞ্চল্যকর মন্তব্যের পর সৃষ্টি হওয়া বিতর্ক অবসানে তৎপর অশ্বিন। তার ভাষ্য, ‘আমার বাবা জানে না সংবাদমাধ্যমের সঙ্গে কীভাবে কথা বলতে হয়। আমি ভাবতে পারিনি আপনারা এই বিষয়ে আমার বাবার সঙ্গে কথা বলে ফেলবেন। সকলকে অনুরোধ করছি বাবাকে ক্ষমা করে দিন। তাকে একা থাকতে দিন।’
অবসরের সিদ্ধান্তের পর দেশে ফিরে এসেছেন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলা চালিয়ে যাওয়ার কথা তিনি জানান।