ছয় বছর পর শুটিংয়ে ফিরে শার্লিন ফারজানা যা জানালেন
বিনোদন ডেস্ক: সাত বছর আগে ঊনপঞ্চাশ বাতাস সিনেমায় শুটিংয়ের সময় প্রথম পরিচয়। মহড়া, শুটিং করতে গিয়েই অভিনেত্রী শার্লিন ফারজানার সঙ্গে অভিনেতা খায়রুল বাসারের বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্ব থাকলেও দীর্ঘদিন তাঁদের আর একসঙ্গে দেখা যায়নি। দীর্ঘদিন পর তাঁরা এবার একসঙ্গে নাটকে অভিনয় করলেন। শুটিংয়ের ফাঁকে সাত বছর আগের দিনগুলোই আড্ডা, স্মৃতিকথায় ফিরে এল।নাটকের নাম ভালোবাসা ভালো রাখার উপায়। নাটকটি দিয়ে দীর্ঘ অর্ধযুগ পর শুটিংয়ে ফিরলেন শার্লিন। ছয় বছর পর শুটিংয়ে ফিরে শার্লিন ফারজানা জানালেন, এখন থেকে নিয়মিত শুটিং করতে চান। আর অভিনয় থেকে ডুব দেবেন না।ফেরা প্রসঙ্গে শুরুতেই বললেন, ‘মনে হচ্ছে, নতুন অভিনয়ে এসেছি। এত দিন ঘুমিয়ে ছিলাম। আবার শুটিংয়ে ফিরে এটাও মনে হচ্ছে, নিজের জগতে ফিরলাম। সে জন্য স্বস্তিও পাচ্ছি। আর এখানে বাড়তি পাওয়া ছিল খায়রুল বাসার।সকালে শুটিংয়ে এসেই বাসারকে পেয়েছেন শার্লিন। এই অভিনেত্রী মনে করেন, সাত বছর আগের অভিনেতা খায়রুল বাসার আগের মতো নেই। তবে ব্যক্তি বাসার আগের মতোই আছেন। ‘বাসার অনেক মজার মানুষ। সে শুটিংয়ে থাকলেই হাসাবে। অনেক ফানি। সকালে দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই হাসিয়েছে। সেদিক দিয়ে বাসারের পরিবর্তন নেই। কিন্তু কাজের জায়গায় হিউজ পরিবর্তন এসেছে। বাসারের চেহারা, বডি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন এসেছে। আমার দেখা বাসার আগের মতোই সাদা মনের,’ বলেন শার্লিন।ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার শুটিংয়ের সময় বাসার ছিলেন অনেকটাই নবীন একজন অভিনেতা। তখন বেশির ভাগ সময় তাঁকে পার্শ্বচরিত্রে দেখা যেত। তখন পর্দার নিয়মিত মুখ ছিলেন শার্লিন। সেই অভিনেত্রীর সঙ্গে শুটিং, রিহার্সালে গিয়ে আড্ডা জমে ওঠে।শার্লিন তো আমার সিনিয়র। কিন্তু সাত বছর আগেই শুটিংকে ঘিরেই আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্ব এখনো রয়েছে। সহশিল্পী হিসেবেও তিনি দারুণ। অনেক দিন পর দেখা হয়ে আগের সেই শুটিং নিয়েই কথা হলো।এই সময়ে শুটিংয়ে, গল্পে কত পরিবর্তন এসেছে। আমরা নাটক নিয়ে কোন দিকে যাচ্ছি, আরও কীভাবে নাটক ভালো হতে পারে—তুলনামূলক সেসব নানা বিষয় নিয়ে আড্ডা জমে ওঠে,’ বললেন বাসার।নাটকটি পরিচালনা করেছেন পথিক সাধন। ভালোবাসা কীভাবে টিকিয়ে রাখা যায়, সে গল্প নিয়ে নাটক। এটি ঈদে প্রচারিত হবে।