তিন বছরে চার লাখের বেশি শ্রমিক নিবে ইতালি
আন্তর্জাতিক ডেস্ক:
আগামী তিন বছর বিভিন্ন দেশ থেকে সাড়ে চার লাখেরও বেশি শ্রমিক নেবে ইতালি সরকার। তবে এই সুযোগ পাওয়ার জন্য শ্রমিকদের দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ৩৬টি দেশের আবেদনকারীর তুলনায়, এবারো বাংলাদেশিরা সবচেয়ে বেশি আবেদনপত্র জমা দিয়েছেন।
জানা গেছে, কঠোর নিয়মের পরও ইতালির স্পন্সর ভিসা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন বাংলাদেশিরা। দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের দৃঢ় অবস্থানই এর মূল কারণ বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা।
অবৈধ অভিবাসী ঠেকাতে ইতালি সরকারের নেয়া কঠোর এই পদক্ষেপের ফলে এ বছর আবেদন জমার সংখ্যা কমেছে রেকর্ড সংখ্যক।
Please follow and like us: