তালায় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় মানব্বন্ধন
ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলায় দুই জন সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মানব্বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৯ডিসেম্বর) আতাউর রহমান(৩৮) ও আখতারুজ্জামান নামে দুই সাংবাদিকের (৪২) উপর হামলার ঘটনায় মানব্বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।জানা যায়,উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তথ্য সংগ্রহের সময় অতর্কিত ভাবে হামলা চালায় রমজান সরদার(৩৭)। সে একই ইউনিয়নের ঢ্যামসাখোলা গ্রামের মোজাম সরদারের ছেলে। এসময় তিন জন সাংবাদিক আতাউর রহমান,আলমগীর হোসেন,আখতারুজ্জামান উপস্থিত ছিলেন। এদের মাঝে আখতারুজ্জামানের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। সেই সময় আতাউর রহমান ও আলমগীর হোসেন নিবৃত্ত করার চেষ্টা করায় আতাউর রহমানও আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় আখতারুজ্জামান ও আতাউর রহমানকে তালা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বলেন,’ঘটনার সময় আমি ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলাম না’। তবে হামলার ঘটনাটি তিনি জানতে পেরেছেন।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন,এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।অপরদিকে এই ঘটনায় তালা প্রেসক্লাব ও তালা সদর প্রেসক্লাবের আয়োজনে তালা উপশহর ডাক বাংলার সামনে খুলনা-পাইকগাছা সড়কের উপর সাংবাদিকরা মানব্বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।