তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
জহর হাসান সাগর :সাতক্ষীরার তালায় প্রবাসীর অধিকার,আমাদের অঙ্গীকার,বৈষম্যহীন বাংলাদেশ,আমাদের সবার” প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ ই ডিসেম্বর) সকাল ১১ টায় তালা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তালা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম শফি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন, তালা প্রেসক্লাবের সভাপতি ও তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, তালা ব্রজেন দে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মাইনুল ইসলাম, সুধাংশু কুমার সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায়, সাবেক ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তাফিজুর রহমান তিতু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মীর্জা সাকিব ও মোঃ আব্দুল কাদের প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রবাসীদের রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রেমিটেন্স যোদ্ধারা যদি বৈধভাবে সরকারের মাধ্যমে টাকা পাঠায়, তাহলে দেশের অর্থনীতি প্রবৃদ্ধি বাড়বে এবং দ্রব্যমূল্যের দাম কমবে। এজন্য তিনি সকল প্রবাসীদেরকে হুন্ডির মাধ্যমে টাকা না পাঠানোর অনুরোধ করেন। সাথে সাথে তিনি বিদেশ গমনকারী নারী ও পুরুষকে বিদেশ গমনের পূর্বে নিজস্ব ব্যাংক একাউন্ট খুলে সেখানে টাকা পাঠাবার পরামর্শ প্রদান করেন। তিনি আরও বলেন, বিদেশি রেমিটেন্স যোদ্ধারা আমাদের সম্পদ। পাশাপাশি বৈধ পথে বিদেশে গমনের পরামর্শ দেন তিনি। উদ্যোক্তা এবং বিদেশ গমন কারীদের সহজ শর্তে ঋণ দেবার জন্যেও সকল ব্যাংক কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়। তিনি বলেন, রেমিটেন্স যোদ্ধাদের বিভিন্ন জন্মনিবন্ধন জনিত সমস্যা সমাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কনফরেন্স কথা বলে অল্প সময়ের মধ্যে সমাধান করা হয়। এবং তিনি সকল সরকারী দপ্তরের কর্মকর্তাদের রেমিটেন্স যোদ্ধাদের সার্বিক সহযোগিতা ও উল্লেখিত বিষয়ে প্রচারণা করার জন্য অনুরোধক্রমে নির্দেশ প্রদান করেন।