আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা অশ্বিনের
স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের স্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে অস্ট্রেলিয়া-ভারতের তৃতীয় টেস্ট ড্রয়ের পর জানান, সব ফরম্যাট থেকেই অবসর নিচ্ছেন তিনি।
অশ্বিন বিদায় বলেছেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট সংগ্রাহক হিসেবে। ১০৬ টেস্টে নিয়েছেন ৫৩৭ উইকেট। তার আগে রয়েছেন অনিল কুম্বলে। ১৩২ টেস্টে কুম্বলের শিকার ৬১৯ টেস্ট।
চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে একটি মাত্র টেস্ট খেলেছেন অশ্বিন। অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে ৫৩ রানে নিয়েছেন একটি উইকেট। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাইয়ের সিরিজে অশ্বিন নিয়েছেন ৯ উইকেট।
ঘরের বাইরে সিরিজে সেভাবে নিয়মিত দেখা যায় না তাকে। পরের সিরিজে ঘরের বাইরে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। যখন ঘরের মাঠে খেলবে ততক্ষণে তার বয়স হয়ে যাবে ৩৯। তাই সময় বুঝেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন তিনি।
টেস্টে ব্যাট হাতেও অশ্বিনের সংগ্রহে আছে ৩ হাজার ৫০৩ রান। সেঞ্চুরি আছে ৬টি, ফিফটি ১৪টি। তাছাড়া রেকর্ড ১১বার প্লেয়ার অব্য সিরিজ হওয়ার কীর্তি আছে তার। তার সঙ্গে আছেন মুত্তিয়া মুরালিধরন।
ব্রিসবেনে খেলা শেষে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সংবাদ সম্মেলনে আসেন অশ্বিন। সেখানে বলেছেন, সব ফরম্যাটে ভারতের ক্রিকেটার হিসেবে আজ আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এখনো কিছু ক্রিকেট আমার মাঝে বাকি আছে। কিন্তু সেটা ক্লাব পর্যায়ে তুলে ধরতে চাই আমি।