পাটকেলঘাটা কলেজে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
পাটকেলঘাটা প্রতিনিধি :পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনব্যাপি অনুষ্ঠানের মধ্যে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে পূষ্পার্ঘ অর্পন, র্যালি, ক্রীড়া প্রতিযোগীতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আব্দুল গফুরের সভাপতিত্বে ও কলেজের বাংলা বিষয়ের প্রভাষক আতাউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, অধ্যাপক আব্দুল গফফার, গাজী সুজায়েত আলী, নাজমুল হক প্রমুখ। এছাড়া পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আমিরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়, কুমিরা মাধ্যমিক বিদ্যালয়, কুমিরা মহিলা ডিগ্রী কলেজ, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি সহ থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করে।
Please follow and like us: