নানা আয়োজনে নলকুড়া তরুণ সংঘ’র মহান বিজয় দিবস পালন

শেখ আমিনুর হোসেন : মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সদরের নলকুড়া তরুণ সংঘ’র আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও দিন ব্যাপি বিভিন্ন খেলাধুলা, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিভিন্ন ক্যাটাগরিতে আজীবন সম্মাননা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর ‘২৪) সাতক্ষীরা সদরের ১৩ নং লাবসা ইউনিয়নের ঐতিহ্যবাহী নলকুড়া গ্রামে দিনব্যাপী খেলাধুলা, সন্ধ্যায় আলোচনা সভা, পুরস্কার বিতরণী সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, দৈনিক তৃতীয় মাত্রা’র সাতক্ষীরা ব্যুরো চীফ, দেশের জনপ্রিয় মাল্টিমিডিয়া বাংলা অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ মেইল ২৪. নিউজ এর সাতক্ষীরার জ্যেষ্ঠ প্রতিবেদক, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দেশ টাইমস ২৪.নিউজ deshtimes24.news এর সম্পাদক, নলকুড়া তরুণ সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং নলকুড়া নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক শেখ আমিনুর হোসেনের সভাপতিত্বে এবং নলকূড়া তরুণ সংঘের সহ সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নলকুড়া নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ আলমগীর হোসেন।

অনুষ্ঠান শুরুতেই নলকুড়া গ্রামের কৃতিসন্তান ও সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা শেখ মোতাহার হোসেন, কাজী আব্দুল মালেক সোনাসহ দেশের সকল বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা করা হয়।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক শেখ আমির হোসেন, মীর মামুন হাসান, আব্দুর রহমান বাবু, আমানুল হুদা মন্টু, ১৩ নং লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, ১৩ লাবসা ইউপি’র ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আবু তাহের, শেখ আব্দুল মতিন, মীর কায়েস হাসান, মীর মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আজমীর হোসেন, শেখ আজমল হোসেন, শেখ আবু জিতনি সৌরভ, শেখ আবিদ হোসেন, শেখ আকিব হোসেন, শেখ শাহরুখ ইসলাম, নাহায়েন, রাহুল, শিমুল, হৃদয়, স্বাধীন, সাকিব, ইয়াছিন, তুজ্জ
সিয়াম, ইন্তু, আহসান, আপন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে হবে এবং নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্তদের মধ্যে জনপ্রতিনিধিতে ১৩ নং লাবসা ইউপি’র বারবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম, সাবেক জেলা ডেপুটি কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা শেখ মোতাহার হোসেনকে মুক্তিযোদ্ধা হিসেবে, সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখায় শেখ আলমগীর হোসেন, সমাজ সেবায় অসামান্য অবদান রাখায় শেখ আমিনুর হোসেনকে আজীবন সম্মাননা স্মারকসহ শেখ শফিকুল ইসলাম ও শেখ আব্দুল মতিনকে বিশেষ সন্মানা স্বারক প্রদান করা হয়।আলোচনা সভা ও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)