হযরত আবু বক্কর সিদ্দিক রাঃ ইসলামিয়া কামিল মাদ্রাসার বিজয় দিবস পালিত
মুহাম্মদ হাফিজ: সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান হযরত আবু বক্কর সিদ্দিক রাঃ ইসলামিয়া কামিল মাদ্রাসার বিজয় দিবস পালন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ওসমান গনি।আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম বিলালী,মুফতি হাফিজুর রহমান, ফরিদ উদ্দিন মাসুদ,মাওলানা আব্দুস সবুর,মেহেরুল্লাহ,এস এম শওকাত আলী, আইয়ুব আলী, আবুল হাসান,তানজিমা কবির,সহ সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীর বৃন্দ। এ সময় বক্তারা বলেন ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করলেও ২০১৪ সালে এসে এই স্বাধীনতা পূর্ণতা পেয়েছ। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতার জন্য বিফলে না যায়। সেদিক দিয়ে ছাত্রসমাজ,যুব সমাজকে গুরুত্ব ও ভূমিকা পালন করতে হবে বর্তমান যুব সমাজকে একটি বন্ধ করতে হবে তা না হলে আগামী প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। বিগত সরকারের আমলে সবচেয়ে চক্ষুশুল এবং শত্রুতে পরিণত হয়েছিল মাদ্রাসার আলেম ওলামা এবং ছাত্র-ছাত্রীরা। যুব সমাজকে রক্ষা করতে হলে মাদ্রাসা শিক্ষার বা ইসলামের শিক্ষার কোন বিকল্প নেই প্রত্যেক যুব সমাজ ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে।এ সময় মহান মুক্তিযুদ্ধের শাহাদাতবরণ কারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের জন্য দোয়া এবং মাগফেরাত কামনা করা হয়।