হঠাৎ অসুস্থ হয়ে সিএমএইচে মির্জা ফখরুল
ডেস্ক রিপোর্ট: জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে অচেতন অবস্থায় তাকে সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।চিকিৎসক সূত্রে জানা গেছে, মির্জা ফখরুলের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।এর আগে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে অসুস্থবোধ করে জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে বসে পড়েন। সে সময় তার মাথায় পানি ঢালেন বিএনপির নেতাকর্মীরা। তখন হঠাৎ অচেতন হয়ে শুয়ে পড়লে নেতাকর্মীরা তাকে দ্রুত সিএমএইচে নিয়ে যান।এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর নবী খান সোহেলসহ অনেকে উপস্থিত ছিলেন।