উইন্ডিজের সামনে বাংলাদেশের চ্যালেঞ্জিং লক্ষ্য
স্পোর্টস ডেস্ক: শেষ মুহূর্তে শামীম পাটোয়ারী ও শেখ মেহেদী হাসানের ঝোড়ো ব্যাটিংয়ে সম্মানজনক স্কোর হলো লিটন দাসের দলের। টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।১৩ বলে ২৭ রান করেন শামীম হোসেন পাটোয়ারী। ৩টি ছক্কা এবং ১টি বাউন্ডারির মার ছিল তার এই ইনিংসে। ২৪ বলে ২৬ রানে অপরাজিত থাকেন শেখ মেহেদী হাসান। তাদের আগে ৩২ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে যান সৌম্য সরকার।টি-২০ সিরিজের প্রথম ম্যাচে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের আর্নস ভ্যালে গ্রাউন্ডে শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান নেন ক্যারিবীয় অধিনায়ক রোভম্যান পাওয়েল। ব্যাট করতে নেমে অবশ্য শুরু থেকেই বিপর্যয়ে বাংলাদেশ দলের ব্যাটিং। সৌম্য সরকার ছাড়া আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন।শেষ পর্যন্ত সৌম্য সরকারও বোল্ড হয়ে ফিরে গেলেন। ৩২ বল খেলে ৪৩ রানে বোল্ড হয়ে যান ওবেদ ম্যাকয়ের বলে।