শ্যামনগরে ৮৫পিস ইয়াবা সহ আটক দুই
রঘুনাথ খাঁ ঃ ৮৫ পিস ইয়াবা সহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রাম থেকে এসব আটক করা হয়। আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের শহিদ গাজীর ছেলে ফিরোজ গাজী(২৭) ও একই গ্রামের ইস্রাফিল গাজীর স্ত্রী রাবেয়া সুলতানা (৪০)।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, গোপন খবরের ভিত্তিতে শনিবার রাত ১১ টার দিকে বংশীপুর গ্রামে অভিযান চালিয়ে উপপরিদর্শক সজীবের নেতৃত্বে পুলিশ ৮৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করে। এ ঘটনায় উপপরিদর্শক সজীব বাদি হয়ে গ্রেপ্তারকৃতদের নাম উল্লেখ করে রবিবার থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Please follow and like us: