শ্যামনগরে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোঃ আলফাত হোসেনঃবাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা শাখার বার্ষিক সম্মেলন রবিবার বেলা ১১ টায় শ্যামনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে সম্মেলন অনুষ্ঠিত হয়।সহ-সভাপতি গ্রাম ডাঃ কল্যাণ সমিতির ডাঃ সাংবাদিক আবু কাওছারের সঞ্চালনায়,সম্মেলনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সভাপতি গ্রাম ডাঃ কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ,এর ডাঃ মোঃ মুজিবুর রহমান,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম ডাঃ কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ ও সভাপতি শ্যামনগর উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতি লিঃ এর সভাপতি,গ্রাম ডাঃ মোঃ আকবার হোসেন।প্রধান আলোচক ছিলেন সহকারী পরিদর্শক,শ্যামনগর উপজেলা সমবায় কার্যলয়ের জনাব মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী পরিদর্শক শ্যামনগর উপজেলা সমবায় কার্যলয়ের জনাব কাজল রায়,অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক ডাঃ দবিরউদ্দীন।
আলোচনা করেন বীকন ফার্মা, ড্রাগ ফার্মা, কয়েক ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ ও বি,সি,ডি,এসএর শ্যামনগর উপজেলা সভাপতি হাফেজ মোঃ শহীদুল ইসলাম এছাড়া উপজেলার ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদক সভাপতিদের মধ্যে বক্তব্য রাখেন ১নম্বর ভুরুলিয়া ইউনিয়নের সভাপতি ডাঃ শ্রী অবিনাশ,২ নম্বর কাশিমাড়ি ডাঃ আব্দুল করিম,নুরনগর ইউনিয়ন সভাপতি ডাঃ আয়ুব আলী,শ্যামনগর সদর ইউনিয়নের ডাঃ আবু কাওছারঈশ্বরীপুর ইউনিয়নের সভাপতি আলহাজ্ব আব্দুল করিমকৈখালী ইউনিয়ন সভাপতি ডাঃ নাসিরুদ্দিন
এসময় আরোও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সেক্রেটারি মো: মোস্তফা কামাল, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের পক্ষে আব্দুস সালাম, সাংবাদিক কামরুল ইসলাম সহ মুভিবাংলা টিভির শ্যামনগর উপজেলা প্রতিনিধি সাংবামোঃ আলফাত হোসেন, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি সাংবাদিক জি, এম,আমিনুর রহমান সহ অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে শ্যামনগর উপজেলার সকল ইউনিয়ন এর কয়েক শতাধিক গ্রাম ডাক্তার উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গ্রাম্য ডাক্তার ও বক্তারা তাদের অধিকার তুলে ধরে বর্তমান গ্রাম্য চিকিৎসা মানুষের সুবিধা অসুবিধা নিয়ে নানারকম আলোচনা রাখেন।