আল্লু অর্জুন গ্রেফতার হতেই লাফিয়ে বাড়ল ‘পুষ্পা টু’র আয়

বিনোদন ডেস্ক:

‘পুষ্পা টু: দ্য রুল’-এর প্রিমিয়ারের সময় এক মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আইনি ঝামেলায় জড়ান দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। নিহত নারীর পরিবারের মামলায় এক রাত জেলেও কাটাতে হয়েছে অভিনেতাকে।

শুক্রবারের গ্রেফতারের নাটকীয় ওই ঘটনার পর সেদিন রাতেই তেলেঙ্গানা হাইকোর্ট জামিন মঞ্জুর করে নায়কের। এর পরদিন শনিবার সকালে ঘরের ছেলে ঘরে ফেরেন।

এর মাঝেই বক্স অফিসে ‘পুষ্পা টু: দ্য রুল’-এর স্বপ্নের দৌড় অব্যাহত। বক্স অফিসের রিপোর্টানুসারে, শনিবার পর্যন্ত ছবিটি ভারতে ৮২০ কোটি টাকা আয় করেছে।

আল্লু অর্জুন শুক্রবার যখন গ্রেফতার হন সেদিন বক্স অফিসে প্রায় ৩২.৬৩ কোটি টাকা আয় করেছিল এই ছবি। তবে নায়কের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই শনিবার সেই আয়ের পরিমাণ বেড়ে যায় দ্বিগুন। এদিন পুষ্পা’র আয়ে যোগ হয়েছে আরো ৬৩ কোটি টাকা।

সিনেমা মুক্তির প্রথমদিনেই পুষ্পা টু খাতা খুলেছে ১৬৪.২৫ কোটি টাকা দিয়ে। এরপর প্রথম শুক্রবারে ৯৩.৮ কোটি টাকা আয় করলেও সপ্তাহান্তে শনি ও রবিবার ১১৯.২৫ কোটি ও ১৪১.০৫ কোটি টাকা আয় করে এই ছবি।

এরপর সোম থেকে বৃহস্পতিবারে ছবির আয়ের পরিমাণ ছিল যথাক্রমে- ৬৪.৪৫ কোটি, ৫১.৫৫ কোটি, ৪৩.৩৫ কোটি এবং ৩৭.৪৫ কোটি টাকা। ফলে পুরো ভারতে পুষ্পা টু-এর প্রথম সপ্তাহের সংগ্রহ ছিল ৭২৫.৮ কোটি টাকা।

অন্যদিকে বিশ্ব বক্স অফিসে ইতোমধ্যেই ষষ্ঠ ভারতীয় ছবি হিসাবে ১১০০ কোটির গণ্ডির ছাপিয়ে গিয়েছে আল্লুর ছবি। জওয়ান ও কেজিএফ-এর রেকর্ড খুব সহজেই ভাঙবে পুষ্পা টু।

১৩ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু: দ্য রুল’-এর প্রিমিয়ারে এক ভক্তের মৃত্যুর ঘটনায় গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে গ্রেফতার করা হয় আল্লু অর্জুনকে। অনিচ্ছাকৃত খুনের চার্জে গ্রেফতার হন অভিনেতা।

নিম্ন আদালত তার ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতও মঞ্জুর করেছিল। তবে সন্ধ্যা নামতেই তেলেঙ্গানা হাইকোর্ট অভিনেতাকে অন্তর্বতীকালীন জামিনে মুক্তি দেয়। ওই রাত চাঞ্চলগুড়া সেন্ট্রাল জেলে কাটানোর পর শনিবার বাড়ি ফেলেন পুষ্পারাজ।

পরবর্তীতে জুবিলি হিলসে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আল্লু অর্জুন বলেন, ‘আমরা নিহতের পরিবারের জন্য অত্যন্ত দুঃখিত। আমি ব্যক্তিগতভাবে তাদের যেভাবেই হোক সমর্থন করার জন্য তৈরি আছি। এটা একেবারেই আকস্মিক ঘটনা। আমি আমার পরিবারের সঙ্গে থিয়েটারের ভিতরে একটি সিনেমা দেখছিলাম এবং দুর্ঘটনাটি বাইরে ঘটেছিল। এটার সঙ্গে আমার সরাসরি কোন সম্পর্ক নেই। সত্যি আকস্মিক, একেবারেই অনিচ্ছাকৃত। আমার ভালোবাসা পরিবারের (মৃত রেবতী) সঙ্গে রয়েছে এবং আমি যে কোনো উপায়ে তাদের পাশে রয়েছি।’

তিনি আরো যোগ করেছেন, গত দুই দশক ধরে চলচ্চিত্রের প্রিমিয়ারের জন্য প্রেক্ষাগৃহে যাচ্ছেন, তবে এ জাতীয় ঘটনা কখনো ঘটেনি।

আল্লু বলেন, ‘আমি গত ২০ বছর ধরে একই থিয়েটারে আসছি এবং ত্রিশবারেরও বেশি একই জায়গায় গিয়েছি, কখনো কোনো দুর্ঘটনা ঘটেনি। এটা সত্যিই দুর্ভাগ্যজনক। এটি একটি দুর্ঘটনা এবং যা ঘটেছে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। পুরো ঘটনাই ছিল নিয়ন্ত্রণের বাইরে।’

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)