সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার নবনির্বাচিত কমিটিকে জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
শেখ আমিনুর হোসেন:
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার নবনির্বাচিত কমিটিতে মীর মোস্তাফা আলীকে সভাপতি ও এম. বেলাল হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত কমিটির সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মোঃ আব্দুল মতিন, মোঃ জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।
উল্লেখ্য, সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শুক্রবার (১৩ ডিসেম্বর ২০২৪) শুক্রবার সকাল ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশনের সমাপ্তির পর ৩ সদস্যের আহবায়ক কমিটির মাধ্যমে ২০২৫ সালের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।
সংগঠনের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে মীর মোস্তাফা আলীকে সভাপতি ও এম. বেলাল হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
Please follow and like us: