শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
ওমর ফারুক বিপ্লব: সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার সময় সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের অস্থায়ী কার্যালয় সার্কিট হাউজ মোড়ে এই আলোচনা সভা আয়োজন করা হয়। সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেনের সভাপতিত্বে শহীদ বুুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন,সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক একুশের বাণী পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মো: রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক ভোরের সময়ের সাতক্ষীরা প্রতিনিধি এস এম পলাশ, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা উপ-সম্পাদক মাজহারুল ইসলাম, জাতীয় দৈনিক বাংলার দূতের সহযোগি সম্পাদক ওবাইদুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বুদ্ধিজীবী দিবস আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায় দেশের স্বাধীনতা সংগ্রামে তাদের অমূল্য ভূমিকা, শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও তাদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করতে এ দিবসটি পালন গুরুত্ব অপরিসীম। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের দপ্তর সম্পাদক প্রতিদিনের কণ্ঠের স্টাফ রিপোর্টার মোঃ ওমর ফারুক বিপ্লব, কার্যনির্বাহী সদস্য দৈনিক নওয়াপাড়ার পত্রিকার শিমুল হোসেন বাবু, সাতক্ষীরার সকাল পত্রিকার মো: মনিরুজ্জামন সহ সকল সদস্য বৃন্দ। আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।