দ্বিতীয় সন্তানের মা হলেন কোয়েল
বিনোদন ডেস্ক:
শনিবার দ্বিতীয় সন্তানের মা হলেন কোয়েল মল্লিক। সুখবর ভাগ করে নিলেন নিসপাল-পত্নী।
চলতি বছরে দুর্গাপূজার প্রথমার দিন কোয়েল ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বড় হচ্ছে। খুব জলদিই কবীর বড় ভাই হতে চলেছে। আপনাদের থেকে ভালোবাসা আর শুভকামনা প্রয়োজন এই সময়ে।’
এরপর মল্লিকবাড়ির পূজাতে বেবিবাম্প-সহ একাধিক ছবি ভাইরাল হয় কোয়েলের। পুরো সময়টাই আগলে রাখতে দেখা গিয়েছে বাবা রঞ্জিত মল্লিককে। এবার ডিসেম্বরে নতুন সদস্যকে কোলে পেলেন।
শনিবার একটি ডিজিটাল কার্ড শেয়ার করলেন কোয়েল ফেসবুকে। সেখানে লেখা ‘আমরা একটি কন্যা সন্তান পেয়েছি’। বড় বড় হরফে লেখা বেবি গার্ল। আর তারিখ দেওয়া ১৪.১২.২৪।
২০২০ সালে কোয়েল ও নিসপালের প্রথম সন্তান ছেলে কবীর জন্ম হয়। ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল। এরপর ২০২০ সালের বিবাহবার্ষিকীর দিনই ঘোষণা করেন মা হতে চলার খবর। তারপর ২০২০ সালের ৫ মে কোয়েল-নিসপালের কোল আলো করে আসে কবীর।