আশাশুনির পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্তায় উদ্ধার হল শিশুর মরদেহ
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার আশাশুনির পল্লীর পুকুর থেকে হাত পা বাঁধা অবস্তায় নুসরাত জাহান রাহি (৯) নামে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ । গতকাল শনিবার (১৪ডিসেম্বর) দুপুরে উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী গ্রামের একটি পুকুর থেকে মরাদেহ উদ্ধার করা হয়।নিহত শিশু একই এলাকার রবিউল ইসলাম রুবেল মেয়ে। সে আগরদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলপরিদর্শন করেছে সহকারী পুলিশ সহ আশাশুনি থানার ওসি।
নিহতের পরিবারের বারত দিয়ে আশাশুনি থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনার দিন সকালে বাড়ির পাশের সম্বালা বসুর বাড়িতে অন্যদের সাথে খেলছিল শিশু নুসরাত। এর কিছুক্ষন পর নিখোঁজ হয় সে। এরপর দুপুর ১ টার দিকে বাড়ির পাশের মাওঃ সোলায়মান আজিজের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে সোলায়মানের স্ত্রী। সে সময় শিশুটির হাতপা দড়ি দিয়ে বাঁধা ছিল। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
আশাশুনি ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে । প্রাথমিক ধারনা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।
সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার (তালা ও আশাশুনি সার্কেল) হাসানুর রহমান,জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যা কান্ডের ঘটনা। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে আনা হয়েছে। বর্তমানে তার জিজ্ঞাসাবাদ চলছে বিস্তারিত পরে জানানো হবে।