মাঝ পারুলিয়াকে ‘আদর্শ গ্রাম’ ঘোষণা করলেন ডিসি মোস্তাক আহমেদ
মোমিনুর রহমান:
সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাঝ পারুলিয়াকে ‘আদর্শ গ্রাম’ হিসেবে ঘোষণা করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার পারুলিয়া সাগর শাহ (এসএস) মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যকালে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এ গ্রামটিকে আদর্শ গ্রাম হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করেন।
বক্তৃতাকালে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ আরও বলেন, যেসকল বৈশিষ্ট্য থাকলে কোন গ্রামকে আদর্শ গ্রাম ঘোষণা করা যায় তার সবগুলোই এখানে বিদ্যমান। উল্লেখযোগ্য বলতে স্কুল, কলেজ, মাদরাসার সংখ্যা ও শিক্ষার মান, মৎস্য ও কৃষিখাত, ভালো যোগাযোগ ব্যবস্থা, সমৃদ্ধ ক্রীড়া খাত, সরকারের সিভিল প্রশাসন ও ডিফেন্সে চাকুরীজীবির সংখ্যা, স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা, বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহের এরিয়া প্রোগ্রাম ও স্বেচ্ছাসেবী সংস্থার কার্যপরিচালনার অফিস, তৃনমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে নের্তৃত্ব দেয়া রাজনৈতিক নের্তৃবৃন্দের বাসস্থান এবং তুলনামূলোক কম বেকারত্বের হারকে প্রাধান্য দিয়ে মাঝ পারুলিয়া গ্রামটিকে আদর্শ গ্রাম হিসেবে বিবেচনা ও সরকারিভাবে নথিভুক্ত করা হয়েছে।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এসময় সম্মানিত অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত সচিব মো. সফিকুল আহমদ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি মো. হযরত আলি, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও সাবেক সাতক্ষীরা জেলা আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম ও পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।