শ্যামনগর থানা থেকে লুট হওয়া গুলি ও শুটার গান উদ্ধার

রঘুনাথ খাঁ:সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া একটি ওয়ান শুটার গান ও ৬০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শ্যামনগর পৌরসভার হায়বাতপুর গ্রামের ফুলতলায় জনৈক মনির হোসেনের বাড়ির সংলগ্ন কাঁচা রাস্তার উপর থেকে এসব গুলি ও শুটার গান উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় উদ্ধার অভিযান চালায় পুলিশ। এ সময় উক্ত স্থান থেকে চায়না রাইফেলের ৬০টি গুলি, এছাড়াও মামলার আলামতের একটি শুটার গান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়। পরে সেগুলো থানায় নিয়ে আসেন অভিযানে থাকা পুলিশ সদস্যরা।

উল্লেখ্যঃগত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওই দিন বিকেলে শ্যামনগর থানায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় থানা থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)