তালায় সড়কের গাছ কাটার ঘটনায় আটক -১
তালা প্রতিনিধি:সাতক্ষীরা তালা উপজেলার কুমিরা ইউনিয়নের সড়কের গাছ কাটার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বুধবার (১১ডিসেম্বর) ইউনিয়নের বকশিয়া গ্রামের সড়কের পাশ থেকে আনুমানিক দেড় লক্ষ টাকা মূল্যের সরকারি শিশু গাছ কাটার ঘটনা ঘটে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গাছ বিক্রিতা মো: হালিম মোড়লকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি,একই গ্রামের মকবুল মোড়ল ছেলে।তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন,সহকারী কর্মকর্তা নুরুল আমিন,সরুলিয়া ভূমি সহকারী কর্মকর্তা তারক সরকার,সার্ভেয়ার অনল কান্তি প্রমুখ।গাছ বিক্রিতা হালিম মোড়ল বলেন,স্থানীয় কুমিরা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফার দিক নির্দেশনায় তিনি গাছ কাটেন।সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা বিষয়টি অস্বীকার করে বলেন,এধরনের কোন ধরণের দিক নির্দেশনা আমি কাউকে দিই নাই। কেউ সরকারি গাছ কাটলে অবশ্যই তাকে আইনের আওতায় আনা উচিত।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,এবিষয় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থান থেকে গাছ কাটার সরঞ্জাম সহ আসামীকে আটক করা হয় বলে জানান এই কর্মকর্তা।