কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে নীল ছবির ফাঁদে ফেলে অসামাজিক কার্যকালাপ মোটা অংকের টাকায় দফারফা
হাফিজুর রহমান:পরকীয়ার সম্পর্ক গড়ে তুলে গোপনে ধারণ করা মেলামেশার নীল ছবির ফাঁদে ফেলে ১ প্রবাসীর স্ত্রীর সঙ্গে দিন-দুপুরে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় বেরসিক জনতার হাতে রিপন কসাই নামে ১ যুবক আটক হলেও দাদা আওয়ামী লীগ নেতা পিয়ার আলীর হস্তক্ষেপে মোটা অংকের টাকায় দফা রফা । সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাজার শরীফ সংলগ্ন নলতা মোবারক নগর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মনিরুল ইসলামের দেওয়া ভাড়া বাড়িতে গত ১ ডিসেম্বর( বেলা ১২টার ) দিকের ঘটনা নিয়ে হাট বাজার জুড়ে এখনো থামেনি আলোচনা সমালোচনার ঝড় । আর এই বিষয়টি পুঁজি করে এলাকার উঠতি বয়সের বখাটে যুবক এবং কথিত সাংবাদিক পরিচয় দানকারী ব্যক্তিরা অর্থ-বাণিজ্যের ধান্দায় হয়রানি করে আসছে । নলতা গ্রামের রবিউল, শফিকুল ,সাঈদ সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানায় দেবহাটা থানার কামটা গ্রামের ১ প্রবাসীর স্ত্রী তার শিশু পুত্রকে নিয়ে নলতা কে,বি,এ অর্থাৎ কেজি স্কুলে পড়াশোনা করার জন্য নলতা কসাই পাড়া গ্রামের সফু ড্রাইভারের বাড়িতে ভাড়া থাকতো ।সেই সুবাদে পাশের বাড়ি মন্টু কসাইয়ের পুত্র রিপন কসাইয়ের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়ে । বিষয়টি এলাকা বাসীর মধ্যে জানা জানি হওয়ায় লম্পট রিপন কসাইয়ের দাদা নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিয়ার আলীর হস্তক্ষেপে ওই প্রবাসীর স্ত্রীকে ওই বাড়ি হতে বের করে দেয় । পরবর্তীতে ওই প্রবাসীর স্ত্রী নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মনিরুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে সেখানে থাকতো। তারপর থেকে কসাই রিপন মুন্সি পূর্বে গোপনে মেলামেশার ছবির ফাঁদে ফেলে প্রায় লোক চক্ষুর আড়ালে ওই প্রবাসীর স্ত্রীর ভাড়া বাসায় যাতায়াত করতে থাকে । বিষয়টি স্থানীয় বখাটে যুবকরা জানতে পারে গত (১ ডিসেম্বর ) রবিবার দুপুর আনুমানিক ১২ টার দিকে রিপন মুন্সী ওই প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকলে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় ওৎ পেতে থাকা বেরসিক জনতা হাতে নাতে ধরে ফেলে। ওই সময় লম্পট রিপন প্রথমে তার পুত্রকে প্রাইভেট পড়ানোর কথা বলে পালানোর চেষ্টা করেও বেরসিক জনতার ধোপে টিকিনি । পরে রিপন মুন্সিকে বাঁচাতে তার দাদা আওয়ামী লীগ নেতা পিয়ার আলি মোটা অংকের টাকা দিয়ে উল্টো মামলার ভয় দেখিয়ে তাদেরকে তাড়িয়ে দেয় । এর আগেও রিপন কসাইয়ের নামে একাধিক নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী সাংবাদিকদের জানায় । কালীগঞ্জের একমাত্র স্বনামধন্য কেজি স্কুলে পড়াশোনার জন্য কোমলমতি দূরের শিক্ষার্থীদের নিয়ে নলতা এসে বাসা বাড়ি ভাড়া নিয়ে থাকে কিন্তু এই সমস্ত লম্পট রিপন কসাইয়ের জন্য এলাকার ভাবমূর্তির বিষয়টি নিয়ে এলাকা বাসীকে ভাবিয়ে তুলেছে । এ বিষয়ে অভিযুক্ত রিপন কসাইয়ের নিকট ঘটনার সত্যতা জানার জন্য জিজ্ঞাসা করলে সে ঘটনা স্বীকার করে তার দাদার সঙ্গে কথা বলতে বলেন । তবে এ বিষয়ে আওয়ামী লীগ নেতা পিয়ার আলীর সঙ্গে যোগাযোগ করার জন্য তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। আওয়ামী লীগ নেতা পিয়ারলী বিরুদ্ধে বিস্তার অভিযোগ সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের নাম ভাঙিয়ে প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল সহ চাকুরী দেওয়ার নামে বিভিন্ন জনের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ।