আশাশুনিতে ইউনিয়ন বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা সভা উদ্বোধন
জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনিতে ইউনিয়ন বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের নব নির্মীত ভবনের ২য় তলায় হল রুমে এ সভার আয়োজন করা হয়।
গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশান (গেইন) এর আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির সার্বিক সহযোগিতায় সভার শুভ উদ্বোধন ও প্রধান অতিথির আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম ইনামুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, গেইন কনসালটেন নিহার রঞ্জন পরামান্য, প্রাণি সম্পদ কর্মকর্তা তৌহিদুজ্জামান, এইএও আব্দুল্লাহ আল মাসুদ, এসএপিপিও বিল্লাল হোসেন, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, এসএম হোসেনুজ্জামান, ওমর ছাকি পলাশ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, আফজাল হোসেন প্রমুখ। সভায় আয়োডিনযুক্ত লবণ ও ফর্টিফাইড সয়াবিন তেল বিক্রয়ে ব্যবসায়ীদের পরামর্শ, খোলা তেল, খোলা লবণ বিক্রয় না করা, মান সম্পন্ন কৃষি উপকরণ বিক্রয়ে পরামর্শ, বসতভিটায় উচ্চ পুষ্টি সমৃদ্ধ সবজী চাষ, কিশোর কিশোরীদের সুষম খাদ্যাভ্যাস, বয়ঃ সন্ধিকালীন স্বাস্থ্য সেবা, বিদ্যালয়গামী শিশুদের কৃমি নাশক খাওয়ানো, গবাদি পশুর স্বাস্থ্য সেবা সুরক্ষা, হাঁস-মুরগি পালন, কেঁচো সার উৎপাদন, জিংক সমৃদ্ধ ধানের জাত, গর্ভবতী ও প্রসূতি মাদের এএনসি, পিএনসি সেবা, শিশু স্বাস্থ্য, টিকা, বাল্য বিবাহ ও পুষ্টি বিষয় এবং মসজিদে জুম্মার সময় স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত তথ্য উপস্থাপন করাসহ বিভিন্ন বিষয় নির্দ্ধারণ করে কর্ম পরিকল্পনা গ্রহন করা হয়। সভায় শোভনালী, কুল্যা, বড়দল, আশাশুনি সদর ও খাজরা ইউনিয়ন কমিটির সদস্যবৃন্দ অংশ নেন। আজ বৃহস্পতিবার বাকী ইউনিয়নের সদস্যবৃন্দ নিয়ে কর্ম পরিকল্পনা গ্রহন করা হবে।