দেবহাটায় হত্যা মামলার স্বাক্ষীকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন পরে মারপিটের মামলায় গ্রেপ্তার
রঘুনাথ খাঁ ঃ অবশেষে ভ‚মিহীন নেতা কামরুল ইসলাম হত্যা মামলার সাক্ষী রিয়াজুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন চালানোর পর পুলিশে সোপর্দ করার একদিন পর একটি মারপিটের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে। বিচারিক হাকিম তনিমা মÐল রিমান্ড মঙ্গলবার শুনানী শেষে রিমাÐ আবেদন না’মঞ্জুর করেন। ।রিয়াজুল ইসলামের বাবার নাম আব্দুস সোবহান।
নোড়ারচক গ্রামের আনিছুর রহমান জানান, তার ভাই রিয়াজুল খলিষাখালির ভ‚মিহীন নেতা কামরুল হত্যা মামলার অন্যতম স্বাক্ষী। সোমবার সকালে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় হত্যা মামলার আসামী শফিকুলসহ তার সহযোগী খোড়া শফির লোকজন। বিষয়টি পুলিশকে অবহিত করলে তাকে উদ্ধার করে মঙ্গলবার সামছুর রহমানের দায়েরকৃত মারপিটের মামলায় (জিআর-১০১/২৪) গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমাÐ আবেদনসহ আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার নকল তোলার সুযোগ না দিয়েই থানা থেকে আদালতে আনার পরপরই রিমাÐ শুনানী করা হয়। এটা ন্যয় বিচার পরিপন্থি। যদিও আদালত রিমাÐ শুনানী শেষে তা না’মঞ্জুর করেন।
এ ব্যাপারে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হযরত আলী জানান, জনতার মাধ্যমে পুলিশে সোপর্দকৃত রিয়াজুলকে একটি মারপিটের মামলায়(জিআর-১০১/২০২৪) ৫ দিনের রিমাÐ আবেদন জানিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়। মঙ্গলবার রিমাÐ শুনানী শেষে আদালত তা না’মঞ্জুর করে।