কেশবপুরে দলিতের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
এস আর সাঈদ:কেশবপুরে দলিত জনগোষ্ঠীর অধিকা সুরক্ষা প্রকল্পের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দলিতের বাস্তবায়নে ও ইসলামিক রিলিফ সুইডেন এর অর্থায়নে ১০ ডিসেম্বর সকালে কেশবপুর পৌরসভার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মুহাঃ আলমগীর হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন কুমার দাস।
রাইট আব দলিত প্রকল্পের ফোকাল পারসন উত্তম কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রকল্পের এডমিন এন্ড ফাইনান্স অফিসার প্রতাপ কুমার দাস, প্রকল্প কর্মকর্তা আনজুমান আরা ,টেকনিক্যাল অফিসার হোসনে আরা, মোবিলাইজার নিকোলাস মিস্ত্রি, সুজন কুমার দাস প্রমুখ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ দৌলত বিশ্বাস চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।