সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৮লক্ষ টাকার মালামাল জব্দ
নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।রবিবার রাতে ও সোমবার সকালে পদ্মশাখরা, ভোমরা, বৈকারী, কালিয়ানী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা ক্যাম্প ও মাদরা সীমান্ত এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছে বিজিবি। সোমবার দুপুরে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সাতক্ষীরা -৩৩ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক।তিনি জানান, গোপন সংবাদ পেয়ে পৃথক পৃথক অভিযান চালিয়ে লক্ষীদাড়ী থেকে ১০ বোতল,কলারোয়ার গেড়াখালী থেকে ৩০ বোতল, চান্দা মাঠ থেকে ২০ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
এরপর পদ্মশাখরা থেকে ৩৯,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, ছয়ঘরিয়া থেকে ৫২,৫০০ টাকাও ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কেড়াগাছি থেকে ২,১৮,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও ঔষধ, ঝাউডাঙ্গা থেকে ১৩,৮০০ টাকা মূল্যের ভারতীয় চিনি, কলারোয়ার চান্দা মাঠ থেকে ২,৪৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মালামাল গুলোর বাজারমূল্য ৭,৯৮,৩০০/- (সাত লক্ষ আটানব্বই হাজার তিনশ) টাকা। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।এছাড়া মাদকদ্রব্য গুলি সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা করা হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।
Please follow and like us: