তালায় বেগম রোকেয়া দিবস উদযাপন
জহর হাসান সাগর :
“নারী-কন্যার সুরক্ষা করি,সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় বেগম রোকেয়া দিবস এবং নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে র্যালি,আলোচনা সভা ও জয়িতা সম্মননা প্রদান করা হয়েছে।
সোমবার(০৯ ডিসেম্বর) সকাল ১০ টার সময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্ত্বরে র্যালি শেষে শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ফিরোজ আহমেদ,সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম,বিআরডিবি অফিসার নারায়ণ চন্দ্র সরকার,ফায়ার সার্ভিস স্টেশন ভারপ্রাপ্ত অফিসার মোঃ ওবাইদুল্লাহ,মহিলা কলেজের অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম শফি,মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দীন,অচিন্ত কুমার সাহা প্রমূখ।এছাড়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ সহ সর্ব শ্রেণির নারী পুরুষ উপস্থিত ছিলেন।
সভা শেষে ৫ জন নারীকে জয়িতা সম্মননা হিসাবে ক্রেস,শাড়ি,শাল ও দুপুরের খাবার প্রদান করা হয়েছে।
আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বেগম রোকেয়ার জীবনী তুলে ধরেন এবং নারীদের দেশের অগ্রযাত্রায় এগিয়ে আসার আহ্বান জানান।
Please follow and like us: