ডুমুরিয়া শ্রমিক দলের আনন্দ মিছিল
আব্দুর রশিদ:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে মুক্ত হওয়ায় গতকাল সোমবার বিকেলে ডুমুরিয়া উপজেলা শ্রমীক দলের উদ্যোগে এক আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাকারিয়া মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা শ্রমীক দলের সভাপতি শেখ ফরিদুল উসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক নেতা মোল্যা মোশাররফ হোসেন মফিজ, প্রধান বক্ততার বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক,বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ হাফিজুর রহমান ও শেখ ফরহাদ হোসেন, অরুন কুমার গোলদার । এসময় বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Please follow and like us: