কলারোয়ায় রাজনৈতিক মামলার আসামিদের তালিকা সংগ্রহে কমিটি গঠন
কামরুল হাসান:
কলারোয়ায় বিশ্বের অন্যতম স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আমলে বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে হয়রানিমূলক মিথ্যা নাশকতাসহ রাজনৈতিক মামলার আসামিদের তালিকা সংগ্রহের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দুপুরে কলারোয়া পৌরসভার হলরুমে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা মামলার ফরমায়েশি রায়ে ৭০ বছরের সাজাপ্রাপ্ত নেতা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কলারোয়া পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শিহাব মাসুদ সাচ্চু। নবগঠিত কমিটিকে অনতিবিলম্বে মিথ্যা মামলাগুলোর সঠিক তথ্য দলীয় নির্দেশনা মোতাবেক জরুরী ভিত্তিতে প্রেরণের জন্য বলেছেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।