ইউক্রেনের ৪৩ হাজার,রাশিয়ার ২ লাখ সেনা নিহত: জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক:
টানা প্রায় তিন বছর ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। দীর্ঘ এই সময়ে রুশ আগ্রাসন ও ইউক্রেনের পাল্টা হামলায় হয়েছে হাজারও মানুষের প্রাণহানি। এর মধ্যে নতুন পরিসংখ্যান সামনে এনেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সোশ্যাল মিডিয়ায় জেলেনস্কি বলেছেন, পুরোদমে যুদ্ধ শুরুর পর থেকে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ৪৩ হাজার সেনা নিহত হয়েছে। আর আহত ৩ লাখ ৭০ হাজার চিকিৎসাধীন। তবে আহতদের ‘অর্ধেক’ সেনা যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, আহতদের মধ্যে বেশ কয়েকজন দ্বিতীয়বার আঘাতপ্রাপ্ত হয়েছেন। এ ছাড়া এই যুদ্ধে ১ লাখ ৯৮ হাজার রুশ সেনা নিহত হয়েছেন বলেও দাবি করেন জেলেনস্কি। তিনি বলেন, এ ছাড়া রাশিয়ার ৫ লাখ ৫৫ হাজার সেনা আহত হয়েছেন। তবে এসব তথ্য কতটুকু সত্য, তা যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুদ্ধের পর থেকেই যুদ্ধে হতাহতদের সংখ্যা প্রকাশ করে আসছে ইউক্রেন ও রাশিয়া। তবে এই সংখ্যা কখনো একরকম হয় না।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ করছে রাশিয়া। দুই বছরের বেশি সময়ের এই যুদ্ধে উভয় পক্ষের বহু সেনা ও হতাহত হয়েছে। নিহত ও উদ্বাস্তু হয়েছে ইউক্রনের লাখ লাখ সাধারণ মানুষ। এই যুদ্ধে শুরু থেকেই ইউক্রেনকে সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।