আশাশুনিতে নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালন

জি এম মুজিবুর রহমানঃ আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস ২০২৪ পালন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে দিবসের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে দিবসের শুরুতে পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও র ্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে আলোচনা রাখেন, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, পিআইও আমিরুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, অবঃ প্রধান শিক্ষক কামরুন নাহার কচি, সাবেক মহিলা মেম্বার কল্যানী সরকার প্রমুখ। অনুষ্ঠানে জয়িতা সমাজ উন্নয়নে ও অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন কারী প্রভা রানী ও জয়ন্তী রানীকে সম্মাননা প্রদান করানহয়। সব শেষে ৩৪ জনের মাঝে ১২ লক্ষ ২০ হাজার টাকার ঋন চেক প্রদান করা হয়।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)