পৌর এলাকায় অর্থনৈতিক শুমারির প্রশিক্ষণের সমাপনী
স্টাফ রিপোর্টার: অর্থনৈতিক শুমারিতে তথ্য দিনে, নতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিন” এই ¯েøাগানকে সামনে রেখে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর মূল শুমারির তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারগণের প্রশিক্ষণ শেষ হয়েছে। রবিবার বিকালে সাতক্ষীরা পরিসংখ্যান অফিসের উদ্যোগে কাটিয়াস্থ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিসংখ্যান ব্যুরো অফিসের জোনাল অফিসার নূরউদ্দীন। বক্তব্য দেন ৮নং ওয়ার্ডের সুপাভাইজার রফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ডের সুপারভাইজার আলাউদ্দিন সজিব সহ তথ্য সংগ্রহকারীরা। এবারের অর্থনৈতিক শুমারি পৌর এলাকার ৫, ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডে তথ্য সংগ্রহ করবেন ৪১জন তথ্য সংগ্রহকারী ও ৮জন সুপারভাইজার। ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহ করতে সকলের সহযোগীতা কামনা করেছেন কর্তৃপক্ষ।