সাতক্ষীরায় দুটি হ্যান্ডকাপসহ দুই কারারক্ষী আটক
রঘুনাথ খাঁঃ গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক মাদক ব্যবসায়িকে আটকের পর টাকা নেওয়ার সময় দুই কারারক্ষীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে দুটি হাতকড়া ও একটি মটর সাইকেল জব্দ করা হয়। শুক্রবার রাত সোয়া নয়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামের গুরুর মোড়ের বেত্রাবতী খালের ব্রীজের উপর থেকে এ ঘটনা ঘটে।
আটককৃত কারারক্ষীরা হলেন, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বালাপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে সাতক্ষীরা কারাগারের কারারক্ষী(কারারক্ষী নংÑ৪৩০৪৬)মামুন হোসেন (২৭) ও একই উপজেলার ভাউটিয়া গ্রামের ডবিøউ বিশ্বাসের ছেলে সাতক্ষীরা কারাগারের কারারক্ষী(৪২৮৮৮) রাজন বিশ্বাস (২৯)।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশ পরিচয়ে রাজনগর গ্রামের গুরুর মোড় সংলগ্ন বেত্রাবর্তী খালের ব্রীজের উপর গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয়ে শুক্রবার রাত ৮টা থেকে অবস্থান করতে থাকে দুই কারারক্ষীসহ তিনজন। এ সময় তারা এক মাদক ব্যবসায়িকে আটক করে। স্থানীয়রা কৌশলে বিষয়টি তাকে অবহিত করে। একপর্যায়ে রাত সোয়া নয়টার দিকে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রুবেল হোসেনের নেতৃত্বে পুলিশ মামুন ও রাজনকে দুটি হাতকড়াসহ আটক করলেও একজন পালিয়ে যায়। এ সময় ওই কারারক্ষীদের কাছ থেকে একটি নীল রং এর সুজুকী মটর সাইকেল জব্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীনুল হক জানান, মাদকদ্রব্য উদ্ধারের নামে অবৈধ সুবিধা আদায়ের জন্য সরকারি কর্মচারি পুলিশের মিথ্যা পরিচয় দানের অপরাধে সাতক্ষীরা জেলা কারাগারে বর্তমানে কর্মরত কারারক্ষী মামুন হোসেন ও রাজন বিশ্বাসের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা এক ব্যক্তির নাম উল্লেখ করে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রুবেল আহম্মেদ বাদি হয়েসদর থানায় একটি মামলা(৭ নং) দায়ের করেছন। গ্রেপ্তারকৃতদের শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।