সাতক্ষীরায় জাল টাকা ও জাল টাকা তৈরির মেশিনসহ গ্রেপ্তার-২
রঘুনাথ খাঁ: ২৪ হাজার ৫০০ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির মেশিনসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরার কলারোয়া থানা সদর থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ কবিরুল ইসলাম(৩০) ও মিজানুর রহমানের ছেলে মোঃ জুয়েল হোসেন(২৭)।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুল আরেফিন জানান, গোপন খবরের ভিত্তিতে কলারোয়া সদরের একটি স্থানে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ হাজার ৫০০ টাকার জাল নোট ও টাকা তৈরির একটি মেশিনসহ কবিরুল ও জুয়েলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে শনিবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।