কালীগঞ্জের রতনপুরে বিএনপি কর্তৃক কৃষক সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: কালীগঞ্জের রতনপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এক কৃষক সমাবেশের আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে, বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের চলমান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় রতনপুর কৃষক দল কর্তৃক এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৭ ডিসেম্বর শনিবার বিকাল ৩ ঘটিকায় স্থানীয় রতনপুর ফুটবল মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় ও স্থানীয় রতনপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোঃ ফিরোজ হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। এছাড়াও অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এ্যাড: আব্দুস সালাম খান, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য রমিজ উদ্দিন রুমি, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক এ্যাড মাহমুদ হোসেন শাহিন,সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, সাতক্ষীরা জেলা কৃষক দলের সদস্য সচিব মো: রবিউল ইসলাম রবি সহ স্থানীয় কৃষক দল ও বিএনপি’র নেতৃবৃন্দ। উপস্থিত কৃষকদের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করে শোনান মোঃ রোকনুজ্জামান। অনুষ্ঠানটিতে বক্তারা তারেক রহমানের বক্তব্যের সাথে সহমত পোষণ করে বাংলাদেশের কৃষি উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং কৃষকদের বিভিন্ন সমস্যা শোনেন ও নোট করেন।
উপস্থিত এক কৃষকের মন্তব্যের জেরে, বক্তারা আওয়ামী লীগের আমলে দখলকৃত খাস খাল পুনরুদ্ধারের মাধ্যমে প্রান্তিক কৃষি উন্নয়নের রোল মডেল গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে রতনপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে প্রান্তিক কৃষকদের মাঝে খিচড়ি বিতরণ করা হয়।