এসআই প্রহ্লাদকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বুধহাটায় মানববন্ধন অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান:
আশাশুনি উপজেলার কুল্যা গ্রামের তপন রায়ের ছেলে সাব ইন্সপেক্টর প্রহ্লাদ রায়কে নিয়ে মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার বিকালে বুধহাটা করিম সুপার মার্কেটের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধহাটা ও কুল্যা এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বুধহাটা ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ হোসেন, বুধহাটা ইউনিয়ন বিএনপির সিনিঃ সম্পাদক রেজাউল ইসলাম, কুল্যা গ্রামের স্বত্যবতী রায়, মানী রায়, পলাশ দাশ, বুধহাটা দ্বাদশ শিব ও কালি মন্দির কমিটির সেক্রেটারী অজয় পাইন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, এলাকার চিহ্নিত দুস্কৃতকারীরা পুলিশ পরিবারকে হেয় প্রতিপন্ন করতে মিথ্যাচারের মাধ্যমে সামাজিক ভাবে ও চাকুরীর ক্ষয়ক্ষতির লক্ষ্যে উঠেপড়ে লেগেছে। তারা বলেন, এসআই প্রহ্লাদ একজন সৎ ও ভাল মানুষ। কি কারনে তাকে নিয়ে অপ প্রচার চালাচ্ছে ও বিভ্রান্তি ছড়াচ্ছে আমরা ভাবতে পারছিনা। আমরা তাকে নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। দারোগা প্রহ্লাদ এলাকাবাসীর কল্যাণে সব সময় কাজ করে এসেছে। কখনো কারো ক্ষতি করেননি। রেজাউল ইসলাম বলেন, বিএনপি সকল ধর্মের মানুষের সাথে ছিল এবং থাকবে। কেউ সংখ্যালঘুদের বিরুদ্ধে অন্যায় করলে আমরা ছাড় দেবনা। এসআই প্রহ্লাদ সৎ ও অন্যায় বিরোধী ব্যক্তি। তার বিরুদ্ধে অপপ্রচারের আমরা ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি।
Please follow and like us: