সাতক্ষীরায় ও কলারোয়ায় বিজিবির অভিযানে পাঁচলক্ষ টাকার মালামাল উদ্ধার
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ প্রায় দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
আজ সকালে পদ্মশাখরা, ভোমরা, ঘোনা, বৈকারী, কাকডাঙ্গা, হিজলদী ও চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় মালামাল আটক করে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ন বিজিবির অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর দক্ষিণ হাড়দ্দহা নামক স্থান হতে ৮৪,০০০ টাকা মূল্যের বাংলাদেশী রশুন,বৈকারীর সাতানী নামক স্থান হতে ২,৪০,০০০ টাকা মূল্যের বাংলাদেশী বন্যপ্রানী (মুখপোড়া হনুমান) আটক করে। কলারোয়া থানাধীন ভাদিয়ালী এবং গেড়াখালী নামক স্থান হতে ১,০৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল আমবাগান নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
এছাড়া ও সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ী নামক স্থান হতে ১৮ বোতল ভারতীয় মদ, দাঁতভাঙ্গা নামক স্থান হতে ১০০০ পিস ভারতীয় ইয়াবা, কলারোয়া থানার সুলতানপুর ইটের ভাটা নামক স্থান হতে ০১ বোতল ভারতীয় এলএসডি ও ভারতীয় ইনজেকশন ড্রাগ এবং ১০০০ পিস ভারতীয় ইয়াবা আটক করে।
তিনি আরো জানান, ১,১৬,৫৫,০০০/- (এক কোটি ষোল লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা । উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেওয়া হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য গুলি সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।