সাংবাদিক কে এম আনিছুর রহমানের শ্বশুরের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
শেখ আমিনুর হোসেন:
দৈনিক সংবাদ এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি কে এম আনিছুর রহমানের শ্বশুর সামছুদ্দিন সানার মৃত্যুতে মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মোঃ আব্দুল মতিন, মোঃ জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।
উল্লেখ্য, সাংবাদিক কে এম আনিছুর রহমানের শ্বশুর সামছুদ্দিন সানা (৯৯) মঙ্গলবার (৩ ডিসেম্বর’২৪) বেলা ১১টা ৫৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি চার নং মেয়ে কাজীর হাট কলেজের অধ্যাপক কামরুন্নাহার এর কলারোয়ার বাসায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও পাঁচ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাগরিববাদ নিজ গ্রাম কলারোয়ার দেয়াড়ায় জানাজা নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।