তালায় শিক্ষকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন
জহর হাসান সাগর:
সাতক্ষীরার তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কলিম উদ্দীন সরদারের নামে মিথ্যা হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহম্পতিবার (০৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় তালা সদরের ১৯৬ নং জেয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্টিত হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা মোছাঃ হাসিনা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক প্রকাশ কুমার সাহা, গঙ্গারাম বর্মন, সানজিদা আক্তার সালমা সহ প্রমূখ।
এসময় মানববন্ধনে প্রধান শিক্ষিকা মোছাম্মৎ হাসিনা খাতুন বলেন, গতকাল তালা থানায় যে মামলাটি হয়েছে সেখানে আমার বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কলিম উদ্দীন সরদারকে আসামি করা হয়েছে। তবে ঘটনার যে সময় উল্লেখ করা হয়েছে সে সময়ে সহকারী শিক্ষক কলিম উদ্দীন বিদ্যালয়ে নিজের কর্মস্থলে ছিলেন এবং ছাত্র-ছাত্রীদের পাঠদান করছিলেন। ব্যক্তিগত আক্রোশ থেকে হয়রানি করার জন্য মামলায় শিক্ষকের নাম দিয়েছে একটি কোচক্রী মহল। এই ঘটনার সঙ্গে শিক্ষকের কোন সম্পৃক্ততা নাই। এ সময় উক্ত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।